• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৯:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৯:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

৮ মাসে ১৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

রাঙামাটি প্রতিনিধি: সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নেমেছে রাঙামাটি জেলা পুলিশ। দুই দিনের ব্যবধানে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দের পাশাপাশি পাচার কাজে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটকরা হলেন সুমিত্র চাকমা, মোজাম্মেল হোসেন রাজু ও রাজু বড়ুয়া।আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন। তিনি জানান, অবৈধ সিগারেট মজুদ রেখে পাচারের চেষ্টা করছে একটি চক্র; সোর্সের মাধ্যমে এমন তথ্য পায় পুলিশ।রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের সার্বিক নির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সুমিত্র চাকমাকে আটক করে। পরে তার দেয়া তথ্যানুসারে শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনীর মোজাম্মেল হোসেন রাজুর বাসা থেকে প্রায় ২০ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করে পুলিশ।এই ঘটনার পর রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ আটক মোজাম্মেল রাজুর দেয়া তথ্যানুসারে অভিযান পরিচালনা করে রাজু বড়ুয়াকে গ্রেফতার করে। রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার বাসিন্দা রাজু বড়ুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। এদিকে, গত প্রায় আট মাসে শুধুমাত্র রাঙামাটি শহরে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ প্রায় ১৫ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে। এনিয়ে কোতোয়ালি থানায় ৬টি ও ডিবি পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।