• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ১১:০৯:৫৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ১১:০৯:৫৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ফতুল্লা আলিয়া মাদ্রাসায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আলিয়া মাদ্রাসা ফোরামের আয়োজনের মাদ্রাসা বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।৪ মার্চ সোমবার বিজ্ঞান মেলাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বিজ্ঞান মেলায় নারায়ণগঞ্জ সদরের প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় স্টল দেয়।মেলায় রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুননবী, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মো. শাহজাহান মিয়া, দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ. কে. এম ছাইফুল্লাহ। মাদ্রাসা বিজ্ঞান মেলার নারায়ণগঞ্জ সদরের আহ্বায়ক অধ্যক্ষ মো. খালিদ সাইফুল্লাহ, সদস্য সচিব অধ্যক্ষ, আব্দুস শুকুর আলী মোল্লা।