• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:২১:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:২১:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

লালপুরে নাশকতা মামলায় বিএনপির ৪ নেতা কারাগারে

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাশকতা মামলায় নাটোরের লালপুর উপজেলা বিএনপির ৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, এবি ইউনিয়ন বিএনপির আহবায়ক আবেদ আলী মন্ডল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি, বিএনপি কর্মী আরিফ।জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, ২৯ অক্টোবর ভোর ৫ টায় লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় লালপুর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।