• ঢাকা
  • |
  • শনিবার ১লা অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৪১:২৩ (15-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শৈলকুপায় বিএনপির সমাবেশ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে ঝিনাইদহের শৈলকুপায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক তোজাম।প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি। ১৯৯০ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। আর ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে আবারও বিজয় ছিনিয়ে এনেছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের নির্বাচনেও জনতার বিজয় নিশ্চিত করবেন তারেক রহমান।তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের সময় শৈলকুপায় সন্ত্রাস, খুন, লুটপাট, ঘরবাড়ি জ্বালানো ও জমির ফসল কেটে নেওয়ার মতো ঘটনার শিকার হয়েছে মানুষ। তারপরও আমরা প্রতিশোধ চাই না। তারেক রহমানের নেতৃত্বে জনগণের রাজনীতিই হবে আমাদের পথ। শৈলকুপায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সমাজে মাদক কারবারিদের কোনো স্থান হবে না।এসময় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেন।