• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩১ ভোর ০৫:৩৬:৫৭ (10-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩১ ভোর ০৫:৩৬:৫৭ (10-Nov-2024)
  • - ৩৩° সে:

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১ আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার , পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিচুল হক, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির মোল্লা, দাশপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন, সরকারি সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নুর কুতুবুল ইসলাম বলেন- আগস্ট শোকের মাস, এ মাসে আমরা স্মরণ করছি হাজার বছড়ের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে। এ সময় তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।তিনি আরও বলেন, বাউফলে বিদ্যমান সকল সমস্যা নিয়ে আমাকে জানাবেন। আমি সাধ্যানুযায়ী এগুলো সমাধানের চেষ্টা করবো। উপজেলার উন্নয়নে আপনাদের যে কোন পরামর্শ আমাকে জানাতে পারেন। আমি আনাদের সাথে নিয়েই কাজ করতে চাই।