• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ০৮:১২:২৭ (28-Jan-2026)
  • - ৩৩° সে:
‘রিকশা’ প্রতীকের ব্যাপক গণসংযোগ, ভোটারদের দ্বারে দ্বারে মাওলানা এহসানুল হক

‘রিকশা’ প্রতীকের ব্যাপক গণসংযোগ, ভোটারদের দ্বারে দ্বারে মাওলানা এহসানুল হক

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে নির্বাচনি প্রচারণায় সরগরম হয়ে উঠেছে জনপদ। এই আসনে ১০ দলীয় ঐক্য জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক তাঁর ‘রিকশা’ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।​নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মাওলানা এহসানুল হক শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।২৮ জানুয়ারি দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং আগামী নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও দশের সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।১০ দলীয় ঐক্যের একক প্রার্থী হওয়ায় মাওলানা এহসানুল হকের পক্ষে জোটের স্থানীয় নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি এবং ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি করছেন তাঁর সমর্থকরা।​গণসংযোগকালে মাওলানা এহসানুল হক বলেন, "আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এই অবহেলিত জনপদের মানুষের অধিকার আদায় এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে নির্বাচনে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে আমি সেগুলোর স্থায়ী সমাধান করতে চাই। রিকশা প্রতীক আজ খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।"নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, গাজীপুর-৩ আসনে রাজনৈতিক মেরুকরণ এবং প্রার্থীরা ততটাই ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।