‘রিকশা’ প্রতীকের ব্যাপক গণসংযোগ, ভোটারদের দ্বারে দ্বারে মাওলানা এহসানুল হক
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে নির্বাচনি প্রচারণায় সরগরম হয়ে উঠেছে জনপদ। এই আসনে ১০ দলীয় ঐক্য জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক তাঁর ‘রিকশা’ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মাওলানা এহসানুল হক শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।২৮ জানুয়ারি দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং আগামী নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও দশের সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।১০ দলীয় ঐক্যের একক প্রার্থী হওয়ায় মাওলানা এহসানুল হকের পক্ষে জোটের স্থানীয় নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি এবং ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি করছেন তাঁর সমর্থকরা।গণসংযোগকালে মাওলানা এহসানুল হক বলেন, "আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এই অবহেলিত জনপদের মানুষের অধিকার আদায় এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে নির্বাচনে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে আমি সেগুলোর স্থায়ী সমাধান করতে চাই। রিকশা প্রতীক আজ খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।"নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, গাজীপুর-৩ আসনে রাজনৈতিক মেরুকরণ এবং প্রার্থীরা ততটাই ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।