• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩২ রাত ০১:৪৪:১৬ (17-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শার্শায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শার্শা (যশোর) প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর আওতায় যশোরের শার্শা উপজেলার স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।২১জুলাই সোমবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান।প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ খাইরুজ্জামান মধু।বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, শার্শা উপজেলা কলেজ অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আলী আহাম্মেদ শাহিন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়সমূহের শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।উপজেলার মোট ৪০ জন মনোনীত শিক্ষার্থী এই পুরস্কার লাভ করেছে। পরে অতিথি বৃন্দ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষের মনোনীত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১০ হাজার টাকা ও এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৩০ হাজার টাকা এবং দুটি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা প্রদান করা হয়।