নিজস্ব প্রতিবেদক : “সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে”এ স্লোগানকে সামনে রেখে সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন এর ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ষসেরা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কারে ভূষিত হন। উদীয়মান তরুণ সাংবাদিকদের মধ্য থেকে ইরফানসহ দুজনকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।


২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক ঝমকালো আয়োজনে দেশের বিভিন্ন শ্রেণিপেশার বাছাইকৃত গুণীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন। তিনি বলেন,
“উদীয়মানদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে প্রত্যেকে নিজ নিজ পেশায় আরও উদ্যম ও সততার সঙ্গে এগিয়ে যেতে পারবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। পরিচালনায় ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। শিক্ষা, সাংবাদিকতা, অভিনয়, নৃত্য, যাদু, চিকিৎসা, উদ্যোক্তাসহ বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখায় বিশেষ বিবেচনায় নির্বাচিত গুণীজনদের হাতে বর্ষসেরা সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available