• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৯:৪৬ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নভোথিয়েটার ও বিটাক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানাল শিক্ষার্থীরা

২৮ আগস্ট ২০২৫ সকাল ১১:০১:৩৫

সংবাদ ছবি

ববি প্রতিনিধি: অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্য জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন নিশ্চিতকরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবনে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানিয়েছেন।

২৭ আগস্ট বুধবার সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, বিকেল ৪টায় শিক্ষার্থীরা বরিশাল–কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে অবরোধ শেষে তারা ভবন দুটিতে প্রতীকী দখলের ঘোষণা দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটার ভবনে ‘একাডেমিক ভবন’ এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবনে ‘আবাসিক হল’ লেখা ব্যানার টানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে আবাসন সংকট, শ্রেণীকক্ষের অভাব ও পরিবহন সমস্যার সমাধান না হওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, অবকাঠামোগত উন্নয়নে ধীরগতি ও প্রশাসনের নীরব ভূমিকার কারণেই বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। তারা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোত উন্নয়নসহ ৩ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে এলেও প্রশাসন কোনো কর্ণপাত করেননি। এজন্য তারা এই ভবন দখলের সিদ্ধান্ত নিয়েছেন।

আইন বিভাগের শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে। সরকারের কোনো সাড়া না পেয়ে তারা অবশেষে মহাসড়ক অবরোধে নেমেছে। কিন্তু তাতেও কর্ণপাত না করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের নির্মাণাধীন সরকারি ভবনগুলোকে ক্লাসরুম ও আবাসিক হল হিসেবে ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে অবকাঠামোত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। পরদিন সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। এরপর ১৪, ১৭ ও ১৮ আগস্ট মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সর্বশেষ বুধবারও একই দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রামগড়ে মা-মেয়ে খুন: গ্রেফতার যুবক
২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫৩:৫০



সংবাদ ছবি
কালিয়াকৈরে নারী ভোটারদের ঝাড়ু মিছিল
২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৭:৪৩