• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১০:১৯ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১০:১৯ (15-May-2024)
  • - ৩৩° সে:

সালমান হাবীবের নতুন বই ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় এগারোতম কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’ নিয়ে এসেছেন কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীব।বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। বইমেলায় ভূমি প্রকাশের স্টলে (৩০৬ ও ৩০৭) ২২০ টাকায় মিলবে বইটি। এছাড়াও রকমারি ডটকম ও বুকমার্কেও বইটি পাওয়া যাচ্ছে।সালমান হাবীবের প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তিনি ইসলামি কবিতার এক নতুন ধারা তৈরি করেছেন।তার আগের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’ ও ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’ 'দুখ দুগুণে পাঁচ' ও কবি তার কবিতার।বর্তমানে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব দেখা দিয়েছে। কবিতা বলতে গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার বলে মনে করছেন অনেকে। ফলে এখন আর কেউ কবিতা পড়তে চান না। আর সেই অনিহা দূর করতে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব।প্রসঙ্গত, কর্মজীবনে সালমান হাবীব একজন রেডিও ব্যক্তিত্ব। তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ ‘মধ্যরাতের ভবঘুরে’ নামে একটি জনপ্রিয় শো উপস্থাপনা করেন।