• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ রাত ১১:৩৭:২৫ (27-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‘মিড ডে মিল’ চালু ১৭ নভেম্বর, খাবার পাবে ৩১ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : টেন্ডার জটিলতায় কয়েক দফা পেছানোর পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’। আগামী ১৭ নভেম্বর থেকে এ কার্যক্রম চালু হবে। প্রথম ধাপে ১৬৫ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এ খাবার সরবরাহ করা হবে। এতে ৩১ লাখ শিশু শিক্ষার্থী মিড ডে মিল পাবে।২৭ অক্টোবর সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে দারিদ্র্যের হার অনুযায়ী দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। নির্ধারিত ওই উপজেলার প্রতিটি স্কুলে খাবার দেওয়া হবে।তবে বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং বা মিড ডে মিল কার্যক্রমের আওতায় থাকবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আশা করছি নভেম্বর মাস থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩১ লাখ শিশু মিড ডে মিল পাবে। আগামী ১৭ নভেম্বর এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, শিশু শিক্ষার্থীরা সপ্তাহে পাঁচদিন খাবার পাবে। খাবার হিসেবে থাকবে ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট। এর সঙ্গে দেশীয় ফল থাকবে। যে মৌসুমে যে দেশীয় ফল পাওয়া যায়, তা মিড ডে মিলের সঙ্গে যুক্ত হবে।মিড ডে মিল চালু হলে ঝরে পড়ার হার কমবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, মানসম্মত খাবার পেলে শিশু শিক্ষার্থীরা স্কুলে আরও বেশি মনোযোগী হবে। পুষ্টির যে চাহিদা তাও মিটবে। স্কুলে ঝরে পড়ার হার অনেক কমে যাবে বলে আশা করছি।