• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০৬:১৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০৬:১৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামী ৭ ভাদ্র (২২ আগস্ট) গাউছিয়া রহমান মঞ্জিলে পালিত হবে সাজ্জাদানশীন হজরত শাহসূফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ।এ উপলক্ষে ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে রহমান মঞ্জিল সভা কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ, তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ ফ ম জামাল উদ্দিন মাইজভাণ্ডারী, শিল্পপতি এয়াকুব আলী, ব্যারিস্টার শাহীন মিরাজ চৌধুরী, খালেদ মো. সাইফুদ্দিন কামরুল, প্রফেসর মো. মোজাহেরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় খোশরোজ শরীফ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা শেষে সদ্য মরহুম ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সৈয়দ মো. মাসুদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।