ঝিনাইদহ ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে ছাত্রদল। এছাড়া একই ঘটনার প্রতিবাদে জেলার কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।২১ এপ্রিল সোমবার সকাল ১১টায় ঝিনাইদহ সিটি কলেজ ও কালীগঞ্জের সরকারি মাহ্তাবউদ্দিন কলেজ চত্বরে পৃথক কর্মসূচি পালিত হয়।সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিপন আহমেদের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল। কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সাকিল হোসেন, ফয়সাল সামি, সৌরভ হোসেন, আল আওয়াল, প্রিন্স মাহমুদ।এদিকে একই ঘটনার প্রতিবাদে কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ ,সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, আলা উদ্দিন আলা, তারেকুর রহমান টিপু, সাহাদৎ রিওন, ইয়ারুল হোসেন, হাসানুজ্জামান ইবোন, মনিরুজ্জামান মুন্না, আলামিন হোসেন, হারুন অর রশীদ রাজা, ইফতি জাহান, ইসরাফিল হোসেন জুয়েল ও খালেদ সাইফুল্লাহ সাওন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় নেতাকর্মীরা ছাত্ররাজনীতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানান।