নড়াইলে সময় টিভির প্রতিনিধিকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি: নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।১১ জানুয়ারি শনিবার দুপুরে সদর থানার ওসি সাজেদুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন। সজিবুর রহমান জেলার লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে নড়াইল শহরের আলাদাত পুরে প্রফেসর পিয়ারের বাসায় ভাড়া থাকেন।মামলা সূত্রে জানা যায়, সজিবুর রহমান গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়ায় থেকে শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। শেখ রাসেল সেতুর মাঝে অজ্ঞাত পরিচয় ৪-৫ জন গতিরোধ করে। তাদের একজনের শরীরে পুলিশের লোগো সংবলিত রিফ্লেক্টিভ ভেস্ট পরা ছিল। তাদের আরেক জন নিজেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মুরাদ বলে পরিচয় দেয়। সজিবুর নিজের পরিচয় দিলে তারা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। সেখান থেকে চলে আসতে চাইলে ধারালো চাকু দিয়ে সজিবুরের পেট, হাঁটুর উপরিভাগ, গোড়ালির ওপরে, বাঁ হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে দ্রুত সটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী সজিবুর রহমান। মামলায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।