• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১৫:৫৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১৫:৫৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

বোরহানউদ্দিনে গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলা জেলার বোরহানউদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এলাকা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ২৯ এপ্রিল সোমবার দুপুর আড়াইটা সময় কাচিয়া ৩নং ওয়ার্ডের ফরাজি বাড়ির সুপারি বাগানের মধ্য থেকে তাদের আটক করা হয়।আসামিরা হলো- মফিজল মজমের ছেলে মো. শাহীন মজম (২৮), মৃত মোসলেউদ্দিন মজমের পুত্র মো. মাহামুদ উল্লাহ (৩৫) ও মো. নুরুল ইসলামের ছেলে আব্দুল হান্নান (৩৭)। তাদের প্রত্যেকেই উপজেলার কাচিয়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, এস আই মো. মনজুর হোসেনের নেতৃত্বে এএসআই ইয়ার হোসেন, এএসআই নুরুল ইসলাম, মো. হারুন ও শাকিলসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে ১নং আসামি শাহীন মজমের নিকট থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ২ ও ৩ নং আসামি তাকে সাহায্য করতে আসলে তাদেরও গ্রেফতার করা হয়।পরবর্তীতে আটক আসামিদের সাথে নিয়ে আরও মাদক অভিযান পরিচালনা করে ১নং আসামির বাড়ির মুরগির খামারের মধ্যে থেকে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরাজী বাড়ির সুপারি বাগান থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও কাচিয়া ৪নং ওয়ার্ডের আসামির মুরগির খামার থেকে আরও ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।