• ঢাকা
  • |
  • রবিবার ২০শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৫৯:০৯ (05-Oct-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে পিস্তলসহ পাঁচ জন গ্রেফতার

৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৩:৫৩

সংবাদ ছবি

গাজিপুর প্রতিনিধি: গাজীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

এর আগে, বৃহস্পতিবার জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad

গ্রেফতাররা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ইমরান হোসেন (২২), জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগর সদর থানার দক্ষিণপাড়া এলাকার মেহেদী হাসান ইমন (২৩), তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শাহরিয়ার রহমান সাদাফ (২২) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজার এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।

ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাতে ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে ইমরান হোসেন, আশিকুল ইসলাম এবং মেহেদী হাসানকে আটক করা হয়। 

আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি বিশেষ কাজের কথা বলে শাহরিয়ার রহমান ও মোজাম্মেল হক নিয়ে গেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ভালুকার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে শাহরিয়ার ও মোজাম্মেলকে আটক করা হয়।

পরে শাহরিয়ার জানায়, অস্ত্র ও গুলি শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকায় তার খালু আব্দুল খালেক মাস্টারের ছেলে ছাত্রনেতা জোবায়ের আল মামুনের বাড়িতে লুকিয়ে রেখেছেন। শুক্রবার দুপুরে কাওরাইদ বাজারে তার খালাতো ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

তিনি আরও বলেন, গাজীপুরের বিভিন্ন থানায় মেহেদীর বিরুদ্ধে তিনটি এবং ইমরানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জোরপূর্বক অবৈধভাবে জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন- আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বামনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
৫ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৬:৫০



সংবাদ ছবি
গাজীপুরে পিস্তলসহ পাঁচ জন গ্রেফতার
৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৩:৫৩





সংবাদ ছবি
খাগড়াছড়ির ১৪৪ ধারা আজ থেকে প্রত্যাহার
৫ অক্টোবর ২০২৫ সকাল ০৯:২১:০১


Follow Us