• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৩৬:১৯ (21-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুরে রফিকুল হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই

মো. জুয়েল পাঠান, পুবাইল: গাজীপুরে সমকামিতার ঘটনায় চুক্তি ভঙ্গের জেরে গাজীপুর ফিড মিল লিমিটেডের হিসাব কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) হত্যার ঘটনায় পিবিআই দুইজনকে গ্রেফতার করেছে।পিবিআই গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, গত শনিবার (১৯ জুলাই) রাতে গ্রেফতার হওয়া নয়ন ও আল-আমীন সমকামিতার জন্য নিহত কর্মকর্তার কাছ থেকে ৫ হাজার টাকার চুক্তিতে একটি ফ্ল্যাটে যায়। তবে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ায় তারা গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ও আল-আমীন রফিকুল ইসলামের গলা ও উরুতে ছুরিকাঘাত করে হত্যা করে এবং ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়।২০ জুলাই রোববার বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া আতাউর মার্কেট এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলা থেকে নিহত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রফিকুল ইসলাম টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থেকে গাজীপুর ফিড মিল লিমিটেডে হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পিবিআই অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া মতালেব মার্কেট এলাকা থেকে নয়ন ও আল-আমীনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে।গ্রেফতারকৃত নয়ন বগুড়া সদর থানার জরুন নগর এলাকার খলিল শেখের ছেলে এবং আল-আমীন একই জেলার সারিয়াকান্দি থানার বাসিন্দা।