• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৫৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৫৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

বিজয় দিবস উপলক্ষে গলাচিপায় নৌকা বাইচ অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আকাশ সংস্কৃতি আর আধুনিকতার হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সেই হারাতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপার রমনাবাদ নদীতে ১৬ ডিসেম্বর শনিবার শেষ বিকালে হয়ে গেল নৌকা বাইচে প্রতিযোগিতা।বিজয়ের মাসে ব্যতিক্রমী এ আয়োজন দেখে খুশি হাজারো দর্শক। নৌকা বাইচে অংশগ্রহণ করেন নবীন, প্রবীণ ও মহিলা মাঝিরা । প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা আরও উৎসব মুখর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।উপজেলার সাধারণ মানুষের কাছে বিজয় দিবসকে আরও সুন্দর ও আনন্দঘন করে তুলতে গলাচিপার রামনাবাদ নদীতে নৌকা বাইচের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনেক দিন পর এ ধরনের আয়োজনে খুশি নবীন ও প্রবীণ মাঝিসহ এলাকার হাজারো জনতা। বিভিন্ন উপজেলার ৩টি ও ২ পৌরসভা মিলে ৫টি দল এ প্রতিয়োগিতায় অংশ নেয়।প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।