• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩০:১৩ (20-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কাউনিয়ায় নেশাদ্রব্যসহ গ্রেফতার ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ চোকো প্লাসসহ গোলাম রসুল ওরফে ল্যাংড়া রসুলকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।১৯ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে ধুমগাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার গোলাম রসুল বগুড়া সদরের তেতুলতলা এলাকার মৃত খয়বর শেখের ছেলে।পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহাবুর রহমানের নেতৃত্বে একটি দল ধুমগাড়া এলাকার পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গোলাম রসুলকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ বোতল চোকো প্লাস জব্দ করা হয়।হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘ফেনসিডিলের মতো কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত চোকো প্লাস একটি নেশাজাতীয় মাদক। এর বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ।’তিনি আরও জানান, ‘আটক গোলাম রসুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’