হামজার জোড়া গোলেও জয় পেল না বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের নাটকীয় ম্যাচে জয় একেবারে হাতের নাগালে এসেও ধরে রাখতে পারলো না বাংলাদেশ।১৩ নভেম্বর বৃহস্পতিবার নেপালের সঙ্গে রোমাঞ্চকর লড়াই শেষে ২–২ গোলে মাঠ ছাড়ে লাল সবুজের দল।ম্যাচের শুরুতে দুই দলই ছন্দ খুঁজে ফিরছিল। চতুর্থ মিনিটে কর্নার পেলেও জামাল ভূঁইয়ার তুলে দেওয়া বল থেকে কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। নেপালও বারবার আক্রমণ করলেও তাদের চেষ্টা ব্যর্থ হয়।২৯ মিনিটে তবে দেখা দেয় বিপদ। দ্রুত পাল্টা আক্রমণে বাংলাদেশ রক্ষণ ভেদ করে কাট–ব্যাক থেকে নিচু শটে গোল করেন নেপালের রোহিত চাঁদ। প্রথমার্ধের শেষ দিকে ফাহিমের হেড লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে ১–০ ব্যবধানেই পিছিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।বিরতির পর মাঠে ফিরেই দৃশ্যপটে পুরোপুরি বদলে যায় বাংলাদেশ। ৪৬ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতা ফেরান হামজা চৌধুরী। এরপর রাকিব হোসেনকে ফাউল করলে পায় পেনাল্টি। সেই স্পট কিক থেকেও গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন হামজা।লিড পাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে বাংলাদেশ। সুযোগ খুঁজে আক্রমণে ওঠে নেপাল। যোগ করা সময়ের এক কর্নারেই বদলে যায় ম্যাচের গল্প। ভিড়ের মধ্য থেকে পা ছুঁইয়ে গোল করেন অনন্ত তামাং। ফলে জয় হাতছাড়া হয়ে ম্যাচ শেষ হয় ২–২ ড্রতে।লিড নিয়েও ম্যাচ ধরে রাখতে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। তবে হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স আর দ্বিতীয়ার্ধের আগ্রাসী ফুটবল বাংলাদেশকে আগামী ম্যাচগুলোতে নবউদ্যমে লড়াই করার অনুপ্রেরণা জোগাবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের।