সাঘাটায় দুঃস্থ মাতা মহিলা সমিতির জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি বাস্তবায়নে হেরিটেজ একশনের অর্থায়নে তিন বছর মেয়াদি বাংলাদেশি প্রতিবন্ধীদের জন্য স্যানিটেশন ও হাইজিন প্রচার প্রকল্পের জন্য জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।১৮ অক্টোবর শনিবার মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গাইবান্ধা জেলার জনবল নিয়োগ পরীক্ষা হয়েছে।এ নিয়োগ পরীক্ষায় ৩৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেন বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।এছাড়া সমিতির কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিক,পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।