• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ০৯:০৯:৩৬ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপির প্রার্থী হারুনুর রশীদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।২০ জানুয়ারি বুধবার দুপুরে শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা, নারীদের নিরাপত্তা ও সম্মান এবং বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়কে প্রাধান্য দিয়ে ১৯ দফা সম্বলিত স্থানীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।ইশতেহারে আরও গুরুত্ব দেওয়া হয়েছে পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, কৃষির আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়নে।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হারুনুর রশীদ বলেন, স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যা, ন্যায্য অধিকার ও আগামীর সম্ভাবনাকে সামনে রেখেই এই স্থানীয় ইশতেহার প্রণয়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক, উন্নত ও অগ্রসর জেলা হিসেবে গড়ে তোলা।এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।