• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ রাত ০৮:০০:২২ (11-Jan-2026)
  • - ৩৩° সে:
ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

ঢাকা কলেজ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাকিম আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইমুন ইসলাম সানি।৫ জানুয়ারি সোমবার দুপুর ৩টায় ঢাকা কলেজ শাখার সাংগঠনিক কার্যালয়ে সদস্য সমাবেশের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।সংগঠনটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।জানা গেছে, মোস্তাকিম আহমেদ ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী এবং সাইমুন ইসলাম সানি ইংরেজি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মোস্তাকিম আহমেদ সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।এর আগে ২০২৫ সেশনে মোস্তাকিম আহমেদ ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে মনোনীত সেক্রেটারি সাইমুন ইসলাম সানি দীর্ঘদিন ধরে কলেজ শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।