• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:০৫:৩৪ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক: এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনা ঘটেছে।২২ ডিসেম্বর সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।পোস্টে তিনি বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’ আহত মোতালেব সিকদার নগরীর শেখপাড়া এলাকার মোসলেম শিকদারের ছেলে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙা এলাকা থেকে পথচারীরা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিংরুমে তার প্রাথমিক চিকিৎসা হয়। তার মাথার বাম পাশে গুলি লেগেছে।সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা, প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে আসেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।