• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০২:৩৮:০৭ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খেলতে গিয়ে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে খেলতে গিয়ে সাফওয়ান নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় ১৭ ডিসেম্বর বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই এলাকার কাভার্ডভ্যানচালক মানিক সিকদারের ছেলে। তিনি জানান, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় সাফওয়ান ঘরেই খেলছিলো। খেলাধুলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা সৌরবিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘরে থাকা ব্যাটারিবিহীন সৌরবিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এ কারণে তার এবং শিশুটির বোন কেউই বিষয়টি টের পাননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকা অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।