আর্মি ক্যাম্পে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সমন্বয়সভা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উওরার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে একটি সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।২১ সেপ্টেম্বর শনিবার সকালে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে এ সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপ-অধিনায়ক ৪৩ শোরাড মিসাইল রেজিমেন্ট।এছাড়াও সমন্বয় সভায় ট্র্যাফিক পুলিশ, থানা পুলিশ, এনএসাই এবং দুর্গাপূজা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপ-অধিনায়ক, ৪৩ শোরাড মিসাইল রেজিমেন্ট পূজা কমিটির সদস্যদের নিকট হতে পূজা মণ্ডপ সংক্রান্ত কোনো ধরনের ঝুঁকি অথবা নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের মতামত বা সুপারিশ আছে কিনা তা জিজ্ঞাসা করেন ।পরবর্তীতে তিনি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্র্যাফিক পুলিশের সাথে সমন্বয় পূর্বক রাস্তাঘাটে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।তিনি সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং নিজেদের সতর্ক থাকার আহ্বান জানান। পরিশেষে আসন্ন দুর্গা পূজা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই আশা ব্যক্ত করে এই সমন্বয় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।