টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
গোপালগঞ্জ প্রতিনিধি: গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামের লোকজনের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।৬ অক্টোবর সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, শ্রীরামকান্দি গ্রামের রোহান উস্তা (২০) ও গওহরডাঙ্গার সুমন খানের (১৮) মধ্যে গাছের ডাব পাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে জড়ান দুজন। বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত হয় উভয়পক্ষের অন্তত ১৫ জন।আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। বাকিদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।টুঙ্গিপাড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাতে আবারও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।