• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:৪৩ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে আহত ৩০

১৮ অক্টোবর ২০২৫ সকাল ০৮:২৯:৩১

সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

১৭ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের মো. তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের সঙ্গে কথা কাটাকাটি ও মারধর করে। পরে এ ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র টেঁটা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি হয়।

Ad

রাতের আঁধারে টর্চলাইটের আলো জ্বালিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকানপাট ও চলাচল।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
টেনেটুনে ২০০ রান পার করলো বাংলাদেশ
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৬



সংবাদ ছবি
নাহিদ ইসলাম ‘সংগ্রামী নেতা’: জয়নুল আবদিন
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২০:২৯

সংবাদ ছবি
একদিনে আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২০:২৩







Follow Us