• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০৭:০৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০৭:০৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে গজারি বন থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসসংলগ্ন গজারি বনের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২১ জুলাই সোমবার সকাল ৮টার দিকে ফরেস্ট অফিসের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। নিহতের পরনে ছিল কালো বোরকা ও থ্রিপিস। মরদেহের পাশে একটি মোবাইল ফোন ও কালো রঙের ব্যাগও পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে কয়েকজন পথচারী রোববার (২০ জুলাই) রাতেই মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সোমবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, নিহত তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে এবং তাঁর নাম-পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।