রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২২ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরামর্শ ও উদ্বেগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে, তারা এক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।এদিকে, ডাকসুর জিএস এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।তিনি আরও বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।