ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শনিবার কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩২ জন করে প্রার্থী।দুপুর সাড়ে ১১টায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে বিজনেস স্টাডিজ অনুষদে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত এই পরীক্ষার আয়োজন করেছি। প্রতিটি আসনের জন্য এবার প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা। আমরা দ্রুত এই ফলাফল প্রকাশ করতে চেষ্টা করব।দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পোষ্যকোটা নিয়ে আন্দোলনের বিষয়ে ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমরা সবাই মেধার পক্ষে। পোষ্যকোটার বিষয়টি নিয়ে আদালতে একটি রিট মামলা আছে। সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আদালত একটি রুল জারি করেছে। আমরা সেই রুলের উত্তর দেয়ার প্রক্রিয়া আছি। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই এটি নিয়ে গভীরভাবে বলার সুযোগ নেই।