মহেশপুরে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দিন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন।৮ অক্টোবর বুধবার রাত আটটার দিকে ওই উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জালাল উদ্দিন একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকালে জালাল উদ্দিন নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। সারাদিন তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যার পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। এরপর রাত ৮টার দিকে ড্রাগন বাগানে গিয়ে স্বজনরা জালাল উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন।পরিবারের দাবি, বাগানে কাজ করার সময় জমিতে টানানো বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জালাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।