ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।২৪ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ট্রাকের চালক নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ শেখ (৩০), তাদের বাড়ি ফরিদপুর শহরতলীর ধলার মোড় এলাকায়।প্রাথমিক তদন্তে জানা গেছে, ঢাকা থেকে রাজবাড়ীগামী ‘সপ্তবর্ণা’ নামের বাসটি নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ শেখ মারা যান। গুরুতর আহত ট্রাক চালক নবীন শেখ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানান, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।