শ্বশুর বাড়ি আর যাওয়া হলো না দেবব্রত রায় দাসুর
লালমনিরহাট প্রতিনিধি: শুশ্বর বাড়ি যাবার পথে ট্রাকের ধাক্কায় দেবব্রত রায় দাসু (৪৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।২০ জুলাই রোববার বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।মৃত দেবব্রত রায় দাসু রংপুর মহানগরের রাধাবল্লব এলাকার শিতিশ চন্দ্রের ছেলে। তিনি ঢাকার এক পোশাক কারখানার কর্মকর্তা ও আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সতিশ চন্দ্রের নাতি জামাই।পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটর সাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে শুশ্বর বাড়ি আদিতমারী উপজেলা সদরের কাচারি মোড়ের নিত্যানন্দ চন্দ্রের বাড়ি আসছিলেন দেবব্রুত রায় দাসু। নামুড়ি বাজার পৌঁছলে বুড়িমারীগামী একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি ও তার ছেলে মিথিল চন্দ্র (৬)।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা দাসুকে মৃত ঘোষণা করেন এবং তার আহত ছেলে মিথিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ ব্যাপারে আদিতমারী থানার উপ-পরিদর্শক শফিউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।