কালিয়াকৈরে ব্যাংকে যাওয়ার পথে প্রাইভেট কার চাপা দিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্য দিবালোকে প্রাইভেট কার দিয়ে চাপা দিয়ে দুই তরুণকে আতঙ্কিত করে তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।৩০জুলাই বুধবার বেলা ৩টার দিকে কালিয়াকৈর থানার পাশেই এ ঘটনা ঘটে।ভুক্তভোগী দলিল লেখক জুলহাস উদ্দিন জানান, জমির দলিল রেজিস্ট্রেশনের জন্য তিনি তার ছেলে আবদুল্লাহ প্রিন্স ও ভাগনে রাশেদ খানকে ওই টাকা দিয়ে সোনালী ব্যাংকের কালিয়াকৈর বাজার শাখায় পাঠান। টাকার ব্যাগ নিয়ে তারা অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা খাদ্যগুদামের কাছে পৌঁছালে সাদা রঙের একটি প্রাইভেট কার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে হতচকিত হয়ে পড়েন প্রিন্স ও রাশেদ। সেই সুযোগে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের দুটি মোবাইল টিম ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে কাজ করছে।