• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৫০:৩২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৫০:৩২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জুয়া খেলায় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকার মাঝি খুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদীতে নৌকার মাঝিরা জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মান্নান (৫৭) নামে এক মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহত মান্নান বরিশালের উজিরপুর থানার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। তিনি বুড়িগঙ্গায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।৮ এপ্রিল মঙ্গলবার সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া নৌকা ঘাটের পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদী থেকে নিহত মান্নানের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বরিশুর নৌ পুলিশকে হস্তান্তর করে।বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুক্তার হোসেন জানান, ‘কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙ্গি নৌকায় বসে মান্নানসহ ছয়-সাত জন নৌকার মাঝি তাস খেলছিল। এ সময় টাকা পয়সা নিয়ে তাদের সাথে ঝগড়া হলে নৌকার বৈঠা দিয়ে শামীম নামের মান্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে তার আর কোনো খবর পাওয়া যায়নি।’তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ছয়টার দিকে ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তারা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মান্নানের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’