• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩২ রাত ১২:৩৫:১৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে জীবন দিলেন মা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীর গরু চুরির বিষয়ে আয়েশা বেগমের ছেলে আব্দুস সালাম ও পিন্টু এলাকার কয়েকজনের নাম উল্লেখ করেন। এ নিয়ে শুক্রবার রাতে সালাম ও পিন্টুর সঙ্গে নাম উল্লেখ করা সুমন আলী প্রামাণিক, ইয়াকুব আলী, আব্দুল বারেক, চাঁদ আলী ও জাব্বারুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সালামকে রক্ষা করতে এগিয়ে যান তার মা আয়েশা বেগম। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান,‘নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’