• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ সকাল ০৮:১৭:০৮ (22-Jan-2026)
  • - ৩৩° সে:
‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু

‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।এদিকে সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার বিকাল তিনটায় দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নির্বাচনী সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান জানাবে দলটি।এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।