• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৯:১১ (30-Dec-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়-১ আসনে সারজিসকে সমর্থন, সরে গেলেন জামায়াত প্রার্থী

৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৪৭

পঞ্চগড়-১ আসনে সারজিসকে সমর্থন, সরে গেলেন জামায়াত প্রার্থী

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১০ দলের জোটে পঞ্চগড়-১ আসনে নির্বাচনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থী হওয়ায় ওই আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন।

Ad

২৯ ডিসেম্বর সোমবার বিকেলে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের কাছে নিজের মনোনয়ন না জমা দিয়ে এনসিপি প্রার্থী সারজিস আলমের সঙ্গে উপস্থিত থাকেন।

Ad
Ad

এসময় অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সে কারণেই পঞ্চগড়-১ আসনে আমি মনোনয়নপত্র জমা দেইনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে জোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা হবে।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এনসিপির প্রার্থী সারজিস আলম সাংবাদিকদের বলেন, আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো পেশিশক্তি ও কালো টাকার দাপট, সহিংসতা ও হানাহানি আমরা আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে অনেক মানুষের রক্ত, ত্যাগ ও অঙ্গহানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই আসনে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা
বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:২৭




খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৩

পে-কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত
পে-কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৫১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালেদা জিয়ার জন্য দোয়া
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালেদা জিয়ার জন্য দোয়া
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:০৫



Follow Us