• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ সকাল ০৮:৪৫:১৯ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
প্রকাশিত ১৮ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩২ ভোটের ব্যবধানে এগিয়ে ছাত্রদল

প্রকাশিত ১৮ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩২ ভোটের ব্যবধানে এগিয়ে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : জকসু জকসু নির্বাচনের প্রকাশিত ১৮ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল এগিয়ে রয়েছে। ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২১৬৩ ভোট এবং শিবিরের রিয়াজুল পেয়েছেন ২১৩১ ভোট। ৩২ ভোটের ব্যবধান ছাত্রদল এগিয়ে। অপরপক্ষে জিএস পদে ১৪ কেন্দ্রের ফলাফলে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৫৮৭ ভোট। ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এগিয়ে শিবির।মোট যে ১৪ ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে সেগুলো হলো : ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, বায়োকেমেস্ট্রি, দর্শন, চারুকলা, জুলজি, মার্কেটিং, বোটানি।গতকাল ওএমআরে ভোট গণনার সময়ে কিছুক্ষণ বন্ধ থাকলে ১৪টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। বাকী রয়েছে কেন্দ্রীয় ও হল সংসদসহ আরও ২৫ কেন্দ্রের ফলাফল। এদিকে এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১৪৬৬ ভোট। ছাত্রদলের তানজিল পেয়েছেন ১২৯৭ ভোট।