• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:২৮:১১ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শিক্ষার্থীদের স্বার্থে জাকসু নির্বাচনের রায় মেনে নিতে হবে: ছাত্রদলের এজিএস প্রার্থী ইকরা

১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:৩১

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আঞ্জুমান ইকরা।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আঞ্জুমান ইকরা তার পোস্টে লিখেন, নির্বাচনে জয়-পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে আমাকে এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি নতুন ক্যাম্পাস গড়ে তুলবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। তবে আজ শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
২টার মধ্যে শেষ হবে গণনা, জাকসুর ফল সন্ধ্যা ৭টায়
১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:০৪


সংবাদ ছবি
ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৮:১০


সংবাদ ছবি
নিঃস্ব ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ
১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১২:১০