• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৫৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৫৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

গলাচিপায় জন্মাষ্টমী পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।৬ সেপ্টেম্বর বুধবার ভোর ৬টায় মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দিরে চলে যজ্ঞানুষ্ঠান।পরে বিকাল ৪টায় মন্দির আঙ্গিনা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মন্দির আঙ্গিনায় ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মু. ফকরুল ইসলাম মুকুল, মানবাধিকার সংস্থা গলাচিপা পৌর শাখার সভাপতি ডা. এস বিমল প্রমুখ।