‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের মিছিল, টাঙ্গাইলে গ্রেফতার ২২
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে 'জয় বাংলা' স্লোগান দিয়ে সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় ছাত্রলীগ ও যুবলীগের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।১৭ মে শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরান। তাকে ১৮ মে রোববার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতার অন্যরা হলেন- নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশল সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম খন্দকার বাবু, মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু এবং মজিবর রহমান প্রমুখ।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, “জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ২০ জনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।”