• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ০১:২২:৫৯ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরীয়া রাই

বিনোদন ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে জমকালো ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। লালগালিচায় এবারও বসেছে বলিউড–হলিউড তারকাদের মিলনমেলা। আর সেই আসরে বিশেষ নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার আলাপচারিতার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।৪ ডিসেম্বর বৃহস্পতিবার জেদ্দার ঐতিহাসিক আল–বালাদ এলাকায় এই উৎসবের পর্দা ওঠে। উদ্বোধনী আয়োজনে জেসিকা অ্যালবা ও ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত ডাকোটা জনসনের সঙ্গে ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়া। তাদের সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও–ছবি অনলাইনে দ্রুত ভাইরাল হয়। ভক্তরা একে ‘অপ্রত্যাশিত কিন্তু আনন্দদায়ক তারকামিলন’ হিসেবে মন্তব্য করছেন। ছবিতে তাদের সঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান জমানা আল রশিদও ছিলেন।রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল আভিজাত্যপূর্ণ। সাদা–কালো ব্লেজার স্টাইলের একটি পোশাকে ছিলেন তিনি, যাতে ছিল সোনালি কারুকাজ। অন্য এক লুকে তিনি ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন। পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপে তার লুক দারুণ প্রশংসিত হয়েছে।লোহিত সাগরের তীরে আয়োজিত এই উৎসবটি মাত্র পাঁচ বছরেই বিশ্বের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান উৎসবের চেয়ারম্যান জমানা আল রশিদ এবং পরিচালক মোহাম্মদ আল–তুর্কি। এ বছর ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনসহ কয়েকজন কিংবদন্তি শিল্পীকে সম্মাননা জানানো হয়।