• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ রাত ০৯:৪১:০২ (23-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গ্রামীণফোন ও ওয়েস্টার্ন গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড এবং স্বনামধন্য শিল্পগোষ্ঠী ওয়েস্টার্ন গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গ্রামীণফোন লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আসিফ নাইমুর রশিদ, চিফ বিজনেস অফিসার; জনাব এম. শাওন আজাদ, ডিরেক্টর;সহ গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অন্যদিকে ওয়েস্টার্ন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন জনাব বশির আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর; মো. সারওয়ার জামান ঢালী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; এবং জনাব নাহফিদ আহমেদ অনন্য, ম্যানেজিং ডিরেক্টর, লিডস কর্পোরেশন লিমিটেড ও ডিরেক্টর, ওয়েস্টার্ন গ্রুপ।এছাড়াও অনুষ্ঠানে টাইগার সিমেন্ট, লিডস কর্পোরেশন লিমিটেডসহ ওয়েস্টার্ন গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোন লিমিটেডের পক্ষে  আসিফ নাইমুর রশিদ এবং ওয়েস্টার্ন গ্রুপের পক্ষে নাহফিদ আহমেদ অনন্য নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।এই চুক্তির মাধ্যমে গ্রামীণফোন ও ওয়েস্টার্ন গ্রুপ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই অংশীদারিত্বকে দুই প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।