• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০১:৩৭ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০১:৩৭ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে উচ্ছেদ অভিযান স্থগিতের দাবিতে গ্রামবাসীর আবেদন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতবর্ষের পুরনো বসবাসকারী স্থায়ী বাসিন্দারা উচ্ছেদ অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন জানিয়েছেন।২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ইউএনও বরাবর দেয়া এক আবেদনে বাশাকৈর, শিমুলিয়া, জানপাড়া, কম্বলপাড়া, জাথালিয়া, বড়চালা ও মজিদচালা গ্রামের বাসিন্দারা জানান, তারা প্রায় ১০০ বছর ধরে সরকারি বন বিভাগের কাচিঘাটা রেঞ্জ অফিসের আওতাধীন উডলট বাগানের জমিতে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে উপকারভোগী হিসেবে বসবাস করলেও সম্প্রতি (২৩ জুলাই) উপজেলা প্রশাসন ও বন বিভাগ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেয়া হয়েছে এবং এলাকায় মাইকিং করা হয়েছে।আবেদনকারীরা জানান, এই জমি ছাড়া তাদের আর কোনো জমি নেই। বিকল্প আবাসন বা জীবিকা ছাড়াই যদি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়, তবে হাজারো পরিবার চরম বিপদে পড়বে। এতে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা হুমকিতে পড়বে এবং শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে।তারা আরও বলেন, আমাদের পরিবারগুলোতে অনেকেই স্থানীয় স্কুলে পড়ে, কেউ কেউ দিনমজুর, রিকশাচালক বা ছোট ব্যবসায়ী। হঠাৎ উচ্ছেদ হলে এসব মানুষ বেকার হয়ে যাবে। জীবন চালানোর মতো কোনো বিকল্প পথ আমরা জানি না।আবেদনে স্বাক্ষর করেন মো. বাবুল সরকার, হেলাল উদ্দিন, মো. রুবেল মিয়া সহ এলাকার অসংখ্য বাসিন্দা।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, গ্রামবাসীদের পক্ষ থেকে একটি আবেদন পত্র প্রদান করা হয়েছে। বিষয়টি  বিবেচনা করা হবে।