কালীগঞ্জে দুটি গাঁজা গাছসহ আটক ১
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে বিশাল আকারের দুটি গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।২৫ জুন বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাজা গাছ ও গাজা সেবনের সরঞ্জামসহ তাকে আটক করা হয়।আটক আলমগীর হোসেন আড়পাড়ার নদীপাড়া এলাকার হবিবার রহমানের ছেলে।কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুটি সাড়ে ১৩ ফুট লম্বা।