বড়াইগ্রামে গাঁজার গাছসহ নারী আটক
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ৪ আগস্ট সোমবার ভোরে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে অভিযুক্ত সুভাষ রোজারিওর বাড়ি থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়। তবে অভিযানের সময় পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে বাড়িতে উপস্থিত ছিলেন তার স্ত্রী লিনা রোজারিও। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকেই আটক করে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ রোজারিও দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বাসায় গাঁজার গাছ পাওয়া যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমরা একটি গাঁজার গাছ উদ্ধার করেছি। অভিযুক্ত সুভাষ রোজারিও পলাতক রয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।