• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩২ রাত ১২:৩১:৪৮ (19-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আশুলিয়ায় কৃষক লীগ নেতা গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কৃষক লীগ নেতা মনির বেপারীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।১৮ আগস্ট সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে ১৭ আগস্ট রোববার রাতে আশুলিয়ার ডিইপিজেড এলাকা সংলগ্ন হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মনির বেপারী আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার বেপারীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, কৃষক লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।