• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:৪৫:২৬ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:৪৫:২৬ (21-May-2024)
  • - ৩৩° সে:

ওয়াহেদপুর মাদ্রাসায় দুর্নীতি, নিয়োগে অনিয়মের অভিযোগ আমলে নিল মাদ্রাসা বোর্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ওই মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি কাজী শাহালমের মেয়ে মারিয়া আক্তারকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নজরে এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে মতামতসহ তদন্ত প্রতিবেদন চেয়েছে মাদ্রাসা বোর্ড। চিঠিটি গত ১৮ মার্চ ইস্যু করা হয়েছে।২০ মার্চ বুধবার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা মাদ্রাসা বোর্ডের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলাধীন ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভার্নিং বডির বর্তমান সভাপতির বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজ মেয়েকে অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসেবে নিয়োগ, আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ সম্পন্নকরণ, দুর্নীতি ও অনিয়ম উল্লেখপূর্বক জনৈক মো. জাহের একটি অভিযোগ দাখিল করেছেন।এমতাবস্থায়, অভিযোগ সংক্রান্ত সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো।চিঠির বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, আমি অনিয়ম দুর্নীতির প্রশ্নে আপসহীন। পক্ষপাতহীন তদন্ত রিপোর্ট বোর্ডে প্রেরণ করা হবে।এর আগে ২৫ জানুয়ারি ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি কাজী শাহালমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনলাইনে একটি আবেদন করেন ওয়াহেদপুর গ্রামের বাসিন্দা মো. জাহের।