• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:০৬:৫২ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:০৬:৫২ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত মাঠে নামেনি, তাদের নামানো হয়েছে। তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। জামায়াত নির্বাচনে নিবন্ধিত দল নয়। এরপরও তাদের মাঠে নামানোর অর্থ হচ্ছে, বিএনপি আবারও আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগুন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি।১০ জুন শনিবার বিকেলে রাজধানীর নিকুঞ্জের খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথায় তিনটি ভূত ঢুকেছে। একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয়টি হলো শেখ হাসিনার পদত্যাগ এবং তিন নাম্বার ভূতটি হলো সংসদের বিলুপ্তি। দেশে শান্তি বজায় রাখতে চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূতকে নামাতে হবে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে এবং সংসদ বিলুপ্ত হলে কাদের সঙ্গে সংলাপে বসবেন? হাওয়ার সঙ্গে? আপনারা বলছেন আওয়ামী লীগ এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। প্রতারণা কে করছে? বিদেশে নালিশ করে করে আপনারা নিষেধাজ্ঞা আনার চেষ্টা করছেন। আমরা যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিকে ভয় পায় না। কারণ আমাদের মনে জোর আছে। আমরা সুষ্ঠু নির্বাচন করবো।অপকর্মের জন্য বিএনপিকেই খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ।

add here
ASIAN TV